মায়াবী রাত

মায়াবী রাত
Image result for মায়াবী রাত

(ভুতের গল্প)
আচ্ছা মামা আপনি কি কাল রাত ২ টার দিকে আমাকে ডেকেছেন...?
-মামা আমি তো ঘুমাইলে মইরা যাই।
সাব্বিরের এমন কথা শুনে,এমন উত্তর দিয়ে দারোয়ান মামা হি হি করতে লাগলেন।
কিন্তু সাব্বির খুব ভাল মত শুনেছে কাল রাতে দারোয়ান মামা ডেকেছে।অনেক রাত বলে ইচ্ছা করেই দরজা খুলে নাই।সাব্বির আর সেই বিষয় নিয়ে কথা না বলে বের হয়ে গেল।
সারাদিন অফিসের কাজে শরীর খুব ক্লান্ত ...।।
নাদিয়া গত দুইদিন আগে মামার বাসাতে বেড়াতে গিয়েছে...।
সাব্বিরের গিয়ে নিয়ে আসার কথা...।।কিন্তু শুক্রবার আসতে এখনো দুই দিন বাঁকি।
ফ্রীজ খুলে দেখলো একটা আপেল...।আপাতত পেটে চালান দিয়ে ঘুমিয়ে গেল...।
হঠাত করেই রাতে ঘুম ভেঙে গেল...।।
মাথার কাছে থেকে মোবাইল নিয়ে দেখলো রাত ১ টা ৫৪ মিনিট।
গলা শুকিয়ে গিয়েছে,উঠে পানি খেয়ে বিছানাতে উঠতে যাবে এমন সময় চাপা স্বরে শুনতে পেল
সাব্বির...সাব্বির...
হম স্পষ্ট শুনতে পেল দারোয়ান মামার গলা।
কিন্তু এতো রাতে কেন ডাকবে,...???
সাব্বির আস্তে আস্তে দরজার কাছে এগিয়ে গেল...,কিন্তু অদ্ভুত ব্যাপার মাত্র দুইবার ডেকেছে ,এখন আবার শান্ত ঝি ঝি পোকার ডাক ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না...।।
সাব্বির ফিরে এসে আবার বিছানায় উঠতে যাবে ,ঠিক সেই সময়ে আবার সেই ডাক
সাব্বির...সাব্বির...
সাব্বির এবার কিছু টা অবাক হলো,কারন দারোয়ান মামা কখনো নাম ধরে ডাকে না।
কিন্তু এখন নাম ধরে ডাকছে...।।
দরজার লুকিং গ্লাস দিয়ে দেখলো দারোয়ান মামা উল্টা দিকে দাঁড়িয়ে আছে...
সাব্বির রাগ করেই দরজা না খুলে বিছানায় উঠে গেল।
বিছানায় পিঠ দেওয়ার সাথে সাথে সব কিছু থরথর করে কাঁপতে লাগলো...।।
মনে হচ্ছে রিখটার স্কেলে ৭ মাত্রায় ভূমিকম্প হচ্ছে...।।
দেওয়ালে টানানো ঘড়ি টা পরে ভেঙে গেল...।।
টেবিলে রাখা গ্লাস টাও পরে ভেঙে গেল...।।
সাব্বিরের মনে হচ্ছে ছবি বা গল্পের মত এখনি বিল্ডিং টা ধসে যাবে...।।
খাট টাও থরথর করে কাঁপছে...।।
সাব্বির দেখলো এত সময় অপেক্ষা করা ঠিক হবে না।
কোন মত খাট থেকে নেমে,মেইন দরজা খুলে কেঁচি গেটের কাছে চলে গেল...।।
কিন্তু কেঁচি গেটের কাছে গিয়ে বেশি অবাক হল,দারোয়ান মামা নাক ডেকে ঘুমাচ্ছে।আর এত বড় ভূমিকম্পে কোন মানুষ রাস্তাতে নামে নাই।
আর বাইরে তো ভূমিকম্প নাই...
আসতে আসতে ভূমিকম্প শেষ...।।
সাব্বির তাই আর দারোয়ান মামা কে ঘুম থেকে না ডেকে রুমে চলে আসলো...।।
চারপাশে কাঁচ পরে ছিল,খেয়াল না করাতে পায়ে কাঁচ ঢুকে গেল...।
কাঁচের টুকরা টান দিয়ে বার করতেই রক্তের ঢল নামলো।
অল্প একটু কেটেছে কিন্তু কিছুতেই রক্ত থামছে না।
দেখতে রক্ত গড়ে দরজার কাছে চলে গেল...
দুই হাত দিয়ে পা চেপে ধরেছে,কিন্তু সাইড দিয়ে রক্ত বের হচ্ছে...।
আবার ভুমিকম্প শুরু হল...।
সাব্বির দৌড় দিয়ে রুমের বাইরে চলে গেল।
গিয়ে দারোয়ান মামা কে ডেকে তুললো...।।
দারোয়ান মামা কে মিনিমান ১০ বার ডাকার পর উঠল।অথচ একটু আগেই দরজার কাছে দাঁড়িয়ে সাব্বির সাব্বির বলে ডেকেছে।
মামা এত বড় ভূমিকম্প হলো আর আপনি উঠলেন না...?
- ভুমিকম্প...কখন মামা দারোয়ান মামা চোখ মুছতে মুছতে বলল।
সাব্বিরের ইচ্ছে করছে কষে একটা থাপড় মারতে ,কিন্তু বয়সে বড় হওয়ার কারণে কিছু বলল না।
আচ্ছা মামা আমার সাথে একটূ আমার রুমে আসেন।
আমার পা কেটেছে,আপনি একটু হ্লেপ করবেন।
সাব্বির এই কথা বলে খোঁড়াতে খোঁড়াতে রুমের দিকে যেতে লাগলো,
পিছনে পিছনে দারোয়ান মামা...
কিন্তু একি ...!!!
কোথাও কোন কাঁচের টুকরা নাই...।
ঘড়ি চলছে আগের জায়গাতে...,গ্লাস ভর্তি পানি।
রক্তের কোন দাগ নাই...।।
এইসব কিভাবে সম্ভব...
পায়ে তাকিয়ে দেখলো পা ঠিক আছে...
পিছনে তাকিয়ে দেখলো , দারোয়ান মামা নাই...
কিছু দূরে একজন মানুষ দাঁড়িয়ে আছে...,যার মুখ উল্টা দিকে ,কিন্তু পিছন দিকে হাত বাড়িয়ে দিচ্ছে সাব্বিরের দিকে
এরপর সাব্বিরের তীব্র একটা চিৎকার ...

Arif Rahman Shopon

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.