মৌমিতা


মৌমিতা

আমি তখন ভার্সিটিতে ২বর্ষের ছাত্র।প্রতিদিনের রুটিন মোতাবেক ভার্সিটিতে যাওয়া আসা করাই ছিল আমার প্রধান কাজ। আমি থাকতাম মিরপুরে যদিও আমার ভার্সিটির সকল বন্ধুরা ধানমন্ডিতেই থাকত কিন্তু আমি আমার বড় ভাইর অফিসের সুবিদার জন্য মিরপুরেই থাকতাম। আর আমার ভার্সিটি হলো ধানমন্ডি।আমি দেশের নামকরা একটা প্রাইভেট ভার্সিটিতে পড়তাম ।সময়টা ঠিক ৩:২০ মিনিট।প্রতিদিনের মতো ভার্সিটি থেকে আসিছি।আমি মোহাম্মদ্পুর থেকে প্রতিদিন প্রজাপতি বাস করে আসি আজকেও সে বাসে করেই আসতেছিলাম,কিন্তু আজকে যখন আসাদ গেট আসলাম ঠিক তখনই আমার বাসের পাসেই আরে একটা বাস এসে থামলো নাম "মৌমিতা ট্রান্সপোর্ট" সেই বাসটা চন্দ্রা থেকে নারায়নগন্জ যায় সেটা আসতেছিল নারায়নগন্জের দিক থেকে।আমি আনমনে বাহিরের দিকে তাকিয়ে ছিলাম আমার বাস এর পাশেই যে বাস টা এসে থামছিল হঠাত সেটার দিকে নজড় পরতেই দেখি একটা মেয়ে সরি মেয়ে বললে ভুল হবে ঠিক জেন পেন্সিলে আকা পরি। আমি তাকে একবারোই দেখেছিলাম। আমি এক দৃষ্টিতে তাকিয়ে ছিলাম।মনে হচ্ছিল তাকে দেখা যেন শেষ হচ্ছিল না ঠিক তখনই কোথায় যেন হারিয়ে গেল মৌমিতা নামের বাসটি।না জানা হলো তার নাম, না জানা হলো তার পরিচয় কোথায় থেকে এসেছিল আবার কোথায় হারিয়ে গেল সবই আমার অজানা মাঝ থেকে আমার হ্রদয়টাকে নাড়িয়ে দিয়ে গেল.তাকে সেই এক মুহুর্তের দেখা সৃতিকে মনে করিয়ে দেয়.সেই এক মুহুর্ত দেখার সৃতি ভুলার মতো ছিল না

লিখেছেনঃ মোর্শেদ

1 টি মন্তব্য:

Blogger দ্বারা পরিচালিত.