হৃদয়পোড়া গন্ধ


হৃদয়পোড়া গন্ধ


সব মানুষের মধোই থাকে লুকায়িত প্রেম। আর এই প্রেম লেখক কত সুন্দর ভাবে ফুটিয়ে তুললেন তার বইয়ে।কলেজ পড়ুয়া কোমল মেয়ে তন্বী বৃষ্টিতে ভেজা শরীলে ঘরে ফেরার সময় বাগানের মধো দেখা হলো রুমেলের সাথে।বাড়ী ফেরার পর রুমেলকে তাদের বাড়ীতে দেখে অবাক তন্বী। রুমেল প্রথম গ্রামে আসলো। রুমেল তন্বীর মামাতো ভাই কিন্তু তাকে সে কখনো দেখেই নি। কারন তার মা প্রেম করে বিয়া করার কারনে তাদের সাথে আর কোন সম্পর্ক রাখেনি তন্বীর মামা। রুমেল কে গ্রাম ঘুরে দেখাতে নিয়ে যায় তন্বী।সব কিছু ঘুরে দেখে ভালো লাগে রুমেলের।তাদের সাথে কিছু কথাও হয়।রাতের খাবার খাওয়ার আগে রুমেল ঘুমিয়ে যায়।তাকে ডাকতে যায় তন্বী নিজেই হারিকেন নিয়ে।হারিকেনের আলোতে তন্বীকে দেখে রুমেল অবাক হয়।এই ভেবে যে হারিকেনের আলোতে কত সুন্দর লাগছে মেয়েটিকে।এক দেখাতেই রুমেল প্রেমে পড়ে তন্বীর। রুমেল কয়েক দিন পর ঢাকা ফেরে।ফেরার সময় তন্বীর খুব কষ্ট লাগে।ঢাকা এসে রুমেলের সাথে ফোনে কথা হয় সহজ সরল তন্বীর সাথে।তারা একে অপরকে ভালবাসে।রুমেল ব্যাবসার কাজে ব্যস্ত থাকার কারনে তাদের দেখা করার সুযোগ হয় না।দিন দিন তাদের প্রেম আরো গভীর হয়। এক সময় তন্বীর বিয়ে ঠিক করে তার মা তার ছোটবেলার বন্ধু কচির সাথে।কারন তার মা অসুস্ত ছিলেন।রুমেল একথা যানতে পেরে ছুটে আসে। এদিকে কচিও ভালবেসে তন্বীকে।কিন্তুু কচির ভালবাসা হার মানে রুমেলের কাছে।অবশেষে কচি নিজেই তাদের বিয়ে দেয়।নিজের ভালবাসকে বির্সজন দেয়। তাদের ভালবাসা লেখক নিজে কতো সুন্দর করে ফুটিয়ে তুলেছেন তার লেখায়। আমার বড় ইচ্ছা হয়,আমার যদি এরকম এক তন্বী থাকতো।আমিও তাকে ভালবাসতাম রুমেলের মতো করে!!! ভাল থাকুক লেখক।আরো লিখতে থাকেন এরকম ভালবাসার গল্প


লিখেছেনঃ এস এম জাকারিয়া

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.