সু-পাত্র
সু-পাত্র
এক কন্যার বাবা তার মেয়ের জন্য পাত্র খুজছিলেন।এক পাত্রের বাসায় গেলেন,পাত্রের সম্মন্ধে জানতে চাইলেন...
-ছেলেটাকে পছন্দ হইছে।আমার পছন্দই আমার মেয়ের পছন্দ।তা ছেলে করেটা কি?
-ছেলে তো প্রত্যেকদিন যা আয় করে তা কেউ মাসেও পারবে না।প্রত্যেকদিন অনেক লোক আসা-যাওয়া করে আমাদের ছেলের কাছে।
-বুঝেছি।ছেলে তাইলে
ডাক্তার।
-না না।তা
হবে কেন?বলছিলাম
ছেলে একটু দেশপ্রেমিক।দেশের জন্য
সব করতে পারে।নিজের জানটাও
দিতে পারে।
-তাইলে ছেলে
মনে হয় আর্মিতে
চাকরি করে।
-তা বলিনি।ছেলে আবার
প্রত্যেকদিন বড় বড় অংকের টাকার
হিসাব করে।কত টাকা
যে গুনে তার হিসাব নাই।
-তাইলে মনে হয় ছেলে
ব্যাংকার।আমার ব্যাংকার ছেলে
পছন্দ।
-আসলে আমরা
তো সেটা বলিনি।ছেলে অনেক
লোককে অনেক কিছু
শিখায়।আমাদের ছেলেটার অনেক
শাগরেদ আছে।
-আমার মনে হচ্ছে আমার
হবু জামাই বাবু
তাইলে শিক্ষকতা করে।আমি
তো চোখবুঁজে রাজি।
-শিক্ষকতা করবে
কোন দুঃখে।আজকাল এই পেশার কোন ফর্মালিটি নাই।বলছিলাম ছেলে
যখন স্টেজে উঠে তখন তো লোকজন হাততালি
দিয়ে আকাশ বাতাস
উলটা পালটা করে দেয়।
-ওহ এতক্ষণ
ধরে তাহলে এটা বললেই তো হয়।ছেলে তাইলে
মিউজিশিয়ান!
-আমরা তো তা বলিনি।ছেলেটার ভিতরে
অনেক প্রতিভা আছে।স্টেজে উঠলে
স্টেজ পুরো কাঁপিয়েই
ছাড়ে।উপস্থিত জনতাও নেচে
একেবারে একাকার হয়ে যায়।
-তাহলে বলতে
চাচ্ছেন আমার হবু জামাই নৃত্যশিল্পী?
-সেটা আবার
কখন বললাম?আমাদের
ছেলের এক কথায়
পুলিশ ছুটে আসে যেকোনসময়।
-তাইলে তো ছেলে পুলিশের
চাকরি করে।
-না না তা কেন হবে?আমরা
কি সেটা বলছি
নাকি?আসলে বলতেছিলাম...
-থাক থাক আর বলতে
হবে না।আপনি শুধু
এটা বলেন ছেলেটার
পেশা কি?
-এই কথাটাই
তো বলতে চাচ্ছিলাম।মুখের কথা কেড়ে নিলে
বলব কি করে?ছেলে আমার
রাজনীতি করে।একটা রাজনৈতিক
দলের বড় নেতা।
-কি বললেন আপনি?রাআআআআজনিতীইইইইই করে?আমি মরে গেলাম রেএএএএ....এ আমি কোথায় এলাম...
এই পর্যন্ত বলেই মেয়ের বাপ অজ্ঞান হয়ে পড়লেন।শেষ খবর পাওয়া পর্যন্ত উনি এখনো অজ্ঞানই আছেন।
:3
এই পর্যন্ত বলেই মেয়ের বাপ অজ্ঞান হয়ে পড়লেন।শেষ খবর পাওয়া পর্যন্ত উনি এখনো অজ্ঞানই আছেন।
![https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/eb4/1/16/FACE_WITH_COLON_THREE.png?_nc_eui2=AeF4Jmt_MCDx7A-v5lOeTZKOfBZSpnmRLFnRt0QzG5TWklyRH9ElJX1M3J2TEgCVKRFxvoqaE1kiZt7eMu6TetjIFty8i7OIV_9qkK0R91dX2Q](file:///C:\Users\User\AppData\Local\Temp\msohtmlclip1\01\clip_image001.png)
Mahfuzur Rahman
Nayeem
কোন মন্তব্য নেই