অপেক্ষা
অপেক্ষা
.........…
তুমি কি পারবে আমার চিঠির জন্য অপেক্ষা করতে?
ঘূণে ধরা কপাটের বুকে আলতো করে কাঁধ রেখে
অসীমে দৃষ্টি প্রসারিত করে আমাকে ভাবতে পারবে?
ডাক পিওন আসছে না দেখে তুমি কি ছুটে যাবে ঘরে
বিছানার এক কোণে লুকিয়ে রাখা চিঠি গুলো কি ফের পড়বে
পুরোনো গন্ধ বুকে টেনে তুমি কি ফের শিহরিত হবে?
.
অথবা আমার ক্ষেত্রেও এমন হতে পারে।
রোজ অফিস থেকে ফিরে মাকে জিজ্ঞাসা করা,"মা,আমার কি কোনো চিঠি এসেছিল?"
মায়ের না সূচক উত্তরে ব্যথিত হয়ে
বিছানায় এলিয়ে দিব ক্লান্ত শরীর
ভোরে তোমার চিঠি পাব এই আশায় কাটবে রাত।
.
পারবে কি তুমি?
.
জানি আধুনিকোত্তর যুগে ফেসবুকে গেলেই তোমাকে পাব
অথবা সেলফোনের ওপাশ থেকে তুমি ভেসে আসবে।
কিন্তু প্রতিটি অপেক্ষার প্রহরে আমি তোমাকে ভালোবাসতে চাই
তোমার অপেক্ষার বিরক্তি হতে চাই নিয়মিত,
ভালবেসে ছুটতে চাই মেঠো পথে
মহাসড়ক ধুলোয় ঢেকে যাক।
তোমাকে না পেয়ে খুজতে চাই নিজেতে
বৃষ্টির জলে পেতে চাই,তুমি অনেক দুর হতে ঝরো।
তুমি দুরে যাও, অনেক দুরে যেখানে নেই কোনো ডাকঘর
বাতাসের অক্সিজেন,হাইড্রোজেন ইত্যাদির ভিতরে খুজব তোমায়।
.
বেড়ে যাক শরীর হতে শরীরের দুরুত্ব মনের দুরুত্ব কমবে।
মোঃফায়েজুল ইসলাম
কোন মন্তব্য নেই