ইমা
ইমা
রেটিংঃ ১০
পৃথিবী থেকে একটি মহাকাশযান যাচ্ছে সূর্যের সবচেয়ে কাছের নক্ষত্র প্রক্সিমা সেনচুরির একটি গ্রহের দিকে। গ্রহটির নাম রারা। পৃথিবীর মহান সব বিজ্ঞানীরা যাচ্ছে সেই মহাকাশযানে। রারার অধিবাসীদের সঙ্গে দেখা করতে। এই প্রথম অতি উন্নত একদল প্রাণির সঙ্গে মানুষের দেখা হবে। তারা এত উন্নত যে তারা হাইপার ডাইভ প্রযুক্তির অধিকারী। কিন্তু সমস্যা অন্য জায়গায়।
এই মহাকাশযানে বত্রিশ জনের একটা দল রয়েছে যার মধ্যে আছে মহান পদার্থবিদ স্রুরা আর লিলিয়ান। আরও অনেক বিশিষ্ট বিজ্ঞানীরা আছে। তাদের সবাইকে বাদ দিয়েও যাচ্ছে আরেকজন। কে সে? কি তার পরিচয়? আর বিজ্ঞানী না হওয়া সত্ত্বেও কেন তাকে দলে নেয়া হল? এর পিছনের রহস্যটা কি?
সেই রহস্যময় ব্যক্তি টি নিজেকে একজন টানেলকর্মী হিসেবে দাবী করে। তার নাম্বারঃ T5LASO. সামান্য একজন টানেলকর্মী যার কিনা নাম পর্যন্ত নেই, যার পরিচিতি তার নাম্বার দিয়ে, যে কিনা সূর্যভাতা পেয়েই খুশি, যার জীবন কেটে গেছে টানেলের ভিতরেই। এমন একজনকে এরকম একটি মিশনে কেন নেওয়া হল? আসলেই কি সে টানেলকর্মী? নাকি বিশেষ কেউ? তাকে নেওয়ার পিছনে কি কারণ থাকতে পারে ?
রারা গ্রহের ক্ষমতাধর প্রাণীরা তাদের "রা" নামে পরিচয় দেয়। পৃথিবীর মানুষদের কাছ থেকে তাদের শেখার কিছুই নেই। এতকিছুর পরেও তারা কোন স্বার্থে পৃথিবীর মানুষের সাথে দেখা করতে চাইল? মহাকাশযানের প্রধান কম্পিউটার সিডিসি যাকে পৃথিবীর বৃহত্তর কল্যাণের স্বার্থে তৈরী করা হয়েছে সে কি পেরেছিল "রা" সম্প্রদায়ের চক্রান্ত ব্যর্থ করতে?
হুমায়ূন আহমেদ এর সাইন্স ফিকশন মানেই অসাধারণ কিছু। ঠিক তেমন ই একটি হচ্ছে ইমা। তো আর দেরি নয়, এই সব প্রশ্নের উত্তর পেতে যারা এখনও এই বইটি পড়েন নি, পড়ে ফেলুন। হ্যাপি রিডিং
লেখকঃ হুমায়ূন আহমেদ
কোন মন্তব্য নেই