কারাগার ইমরুল হাসান নোবেল তোমার শহরে ছিলো আমার নিয়মিত যাতায়াত বিচরন করেছি পাখির মত আকাশটাও ছিলো আমার একটি ভূল তারপর ঐ শহরে হুলিয়া জারি হলো গ্রেফতার জেল জুলুম তারপর কারাগারে আমি। তুমি চাইলেই হয়ে যাবে মুক্তি না চাইলে হতে পারে ফাসি তোমার হাতে
কোন মন্তব্য নেই