প্রাক্তন


প্রাক্তন
Image result for Ex
দীর্ঘ ৫বছরের সম্পর্কে হাতে গোনা ৬বার অামাদের দেখা হয়েছে.....
যদিও অামাদের সম্পর্কটা একটা ট্রেন জার্নি থেকে শুরু....
বছর অনুযায়ী ১বার বেশি দেখা হওয়ার কারণটা অভ্র ছিলো....
অামি তখন ভার্সিটির হলে ছিলাম এখন অবশ্য থাকি না....অামার রুমমেট রুপার সাহায্যে সে অামাকে সারপ্রাইজ দিতে সক্ষম হয়....
ভোরে যখন ঘুম ভাঙে তখন বালিশের পাশে রাখা এক গুচ্ছ গোলাপ অার ছোট্ট চিরকুটে লেখা জন্মদিনের শুভেচ্ছা অামাকে বিস্মিত করে তুলে....
ফোনের সুখবার্তা যখন জানান দেয় অভ্র অামার শহরে তখন অামি সত্যি অবাক হয়েছিলাম....অামার জীবনের সবচেয়ে স্মরনীয় জন্মদিন হয়ে থাকবে অামার মনে....
ভেবেছিলাম বন্ধন হয়তো অাজীবন অটুট থাকবে কিন্তু না....সে যে তার প্রাক্তনে অাসক্ত হয়েছিলো নতুন করে....অামি বুঝতেই পারি নি....
কিন্তু যখন বুঝলাম তখন বড্ড দেরি হয়ে গেছে....
বদলে গেছে অামার অভ্র সে অার অামাতে নয় তার প্রাক্তনে বিভোর....
শুনেছি তারা খুব শীঘ্রই চার হাত এক করার প্রস্তুতি নিচ্ছে....
তার প্রাক্তনের দ্বিতীয় বিয়ে এটা অভ্রকে ছেড়ে গিয়ে হাত ধরেছিল অন্য কারো কিন্তু সে বিয়ে টিকেনি সাড়ে ৩বছরের বিবাহিত জীবন থেকে মুক্তি নিয়ে অামার অভ্রকে কেড়ে নিলো অামার থেকে....
যখন বুঝতে পারলাম অভ্র অার অামার নেই তখন হার মেনেছিলাম তার প্রাক্তনের কাছে....
অামার স্বপ্নের মতো সুন্দর করে সাজানো জীবনটাকে দুমড়ে মুচড়ে দেয় দুজন মিলে....
অামার কষ্ট এতটুকুই জীবনে হয়তো কাউকে বিশ্বাস করতে পারবো না....
পারবো না প্রাক্তন শব্দটার সাথে অাপোষ করতে....অামি এতটুকু বলতে পারি প্রাক্তন শব্দটাকে ঘৃনা করি খুব ঘৃনা করি....তবে অার্শিবাদ করি পৃথিবীর সব প্রাক্তনকে যাতে তারা ভালো থাকে....


লিখেছেনঃ স্মৃতিকথা দত্ত

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.