হাওয়াই মিঠাই
হাওয়াই মিঠাই
শহরের অলি -গলি ঘুরে ফিরে জীবনের বড্ড ভীড়,
কারো জীবনে শীতের রুক্ষতা না আসতেই ,কারো বোঝাপড়া করে নিতে হয়েছে ল্যাম্পপোস্টের মিথ্যে আলোতে ,
কারো জীবনে শীতের রুক্ষতা না আসতেই ,কারো বোঝাপড়া করে নিতে হয়েছে ল্যাম্পপোস্টের মিথ্যে আলোতে ,
পকেট হাতরে দেশলাই না পাওয়ার জ্বালাটা মিটিয়ে নিচ্ছে নিজের বুক পুড়িয়ে,
খুব সন্তর্পণে আলো -ছায়ার খেলাটা বুঝে উঠলেই জীবনটা যেন হাওয়াই মিঠাই ।
খুব সন্তর্পণে আলো -ছায়ার খেলাটা বুঝে উঠলেই জীবনটা যেন হাওয়াই মিঠাই ।
বোঝাপড়াটা ভুল হলে ,হিসেবের প্রতীকগুলো ঠিক ভাবে নাড়তে না জানলেই লাগবে বাতাস মিঠাইয়ে ,
স্বপ্নও ঊড়ে যাবে কর্পূরের মত !
স্বপ্নও ঊড়ে যাবে কর্পূরের মত !
হাড় -পাজোড়ে শোকসভা হবে ,পাড়ায় হবে শেষ বিদায়ের ভীড়, যে কয়টা ভাড়া করা নাটকের সংলাপে চলত জীবন তারা ও জানাতে আসবে বিদায় ।
কোন বসন্তের দিব্যি থাকবেনা ,কোন শীতের বেদনা , বা কোন বর্ষার আশ্রয়।
পুরনো তৈজসের মত খুব সস্তা দরে বা ঝেড়ে ফেলার প্রয়োজনেই বিকিয়ে যাবে হৃদয়ের গহীন থেকে ,
আর্তনাদের কোন শ্রুতিগ্রাহ্য তরঙ্গ থাকবেনা ,কেবলি থাকবে ক্ষয়ে যাওয়ার সূক্ষ্ম চির ।
হাওয়াই মিঠাইয়ের গায়ে বাতাস লাগলেই যেন ,সাজানো রঙ্গিন ফোয়ারা মিলিয়ে যায় জীবনের নিয়মে!
Farjana Asha
কোন মন্তব্য নেই